Image description

স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (১৪ ডিসেম্বর) দেপোর্তিভো আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লস ব্লাঙ্কোস।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২৪ মিনিটে চোট কাটিয়ে দলে ফেরা কিলিয়ান এমবাপ্পের গোলে ডেডলক ভাঙে রিয়াল মাদ্রিদ। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে স্কোরলাইন ১-০ করেন এই ফরাসি তারকা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

দ্বিতীয়ার্ধের ২৩তম মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় স্বাগতিকরা। তবে ৮ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করেন রদ্রিগো।

মূলত, রিয়ালের কঠিন সময়ে পাওয়া এই জয় কোচ আলোনসোর কাছেও এসেছে স্বস্তির বার্তা হয়ে। ১৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা।