বিশ্ব ফুটবলে ব্যক্তিগত সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হলো। সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি—‘দ্য বেস্ট’—জিতলেন প্যারিস সেন্ট-জার্মেই ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। আর মেয়েদের বিভাগে টানা দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফা দ্য বেস্ট হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।
২৮ বছর বয়সী দেম্বেলে মঙ্গলবার কাতারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের এই স্বীকৃতি পান। ২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন দেম্বেলে। যেমনটা করেছিলেন ব্যালন ডি’অর জেতার সময়।
২০২৩ সালে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পার্ক দ্যা প্রিন্সে যোগ দেওয়া এই তারকা লুইস এনরিকের অধীনে গত মৌসুমে ৫৩ ম্যাচে ৫১টি গোলে অবদান রেখেছিলেন। এখানেই থেমে থাকেননি। পিএসজিকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও ভূমিকা রাখেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন।
পিএসজির জন্য দিনটি ছিল স্মরণীয়। কারণ দেম্বেলের মতো বর্ষসেরা কোচ হয়েছেন পিএসজির লুইস এনরিকে।
ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানটি হয়েছে কাতারের দোহায়। এসময় ৮০০ অতিথি হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।




Comments