শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবুও গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে পা রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে লঙ্কান যুবাদের ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিমের দল।
এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শেষ চারে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা।
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ১২.৩ ওভারে ৮৪ রানের জুটি গড়েন। জাওয়াদ ৪৯ এবং রিফাত ৩৬ রান করে ফিরলে ছন্দপতন ঘটে। ২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান তোলার পর হঠাৎ ধস নামে। শেষ ৬২ রানে ৭ উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। লঙ্কান অফ স্পিনার কাভিজা গামাগে ৩৮ রানে ৪ উইকেট নেন।
২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এক পর্যায়ে ১২৬ রানে ৮ উইকেট হারানো লঙ্কানরা নবম উইকেটে ৫৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ে। তবে শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় তারা।
বাংলাদেশের হয়ে পেসার ইকবাল হোসেন ইমন ৩টি উইকেট শিকার করেন এবং ম্যাচসেরা হন। শাহরিয়ার আহমেদ নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৬.৩ ওভারে ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা ৪/৩৮, ভিরান ২/১৯)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯; ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ইকবাল হোসেন ইমন।




Comments