Image description

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নতুন তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ফিটনেস ও ফর্ম বিবেচনায় তিনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবেন বলে মনে করছে বিসিবি। তবে জাতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি সম্পূর্ণভাবে নির্বাচক কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাকিবের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।”

সাকিব আল হাসান গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের (দলে ফেরার) জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন এবং তাঁর ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন। আমরাও তাঁর খেলা দেখতে আগ্রহী।”

ক্রিকেটকে দল-মতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, “ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন।”

সম্প্রতি সাকিব আল হাসান ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিবির ইতিবাচক মন্তব্য সাকিবের সেই ইচ্ছার পালে নতুন হাওয়া দিল বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর দেশে ফেরা এবং আইনি ও রাজনৈতিক জটিলতার অবসান।