Image description

নানা বিতর্ক, সমালোচনা আর অব্যবস্থাপনার ছাপ নিয়েই আজ শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সবকিছু ছাপিয়ে বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে শিরোপা বা ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন ও 'ক্যাপ্টেনস ডে' হওয়ার রীতি থাকলেও ট্রফি দেশে না পৌঁছানোয় এবার তার কিছুই দেখা যায়নি।

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ ফটোসেশন হলেও বিপিএলের এবারের আসরে তা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশ থেকে ট্রফিটি এখনো দেশে এসে পৌঁছায়নি। আর এই কারণেই গতকাল বৃহস্পতিবার নির্ধারিত 'ক্যাপ্টেনস ডে' আয়োজন করা সম্ভব হয়নি বিসিবি’র পক্ষে।

নিরাপত্তার অজুহাতে ঢাকার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে উদ্বোধনী আয়োজন করা হয়। আজ বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এরপর পবিত্র কুরআন তিলওয়াত করা হয়। সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে মাঠে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে হাজার হাজার বেলুন উড়িয়ে আসরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

টুর্নামেন্ট শুরুর আগমুহূর্ত পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে নানা জটিলতা লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান না হওয়ায় শেষ মুহূর্তে দলটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। অন্যদিকে, নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের অব্যবস্থাপনার অভিযোগ তুলে দায়িত্ব ছেড়ে দিলেও পরে অভিমান ভেঙে দলে ফিরেছেন।

দিনের প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় ভাগ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। যেখানে ফুয়াদ মুক্তাদিরের কোরিওগ্রাফিতে বিপিএলের ছয়টি দলের জার্সি পরে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। ৪৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

মাঠের বাইরের অব্যবস্থাপনা থাকলেও ধারাভাষ্য বক্সে এবার থাকছে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি। এবারের বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছেন পাকিস্তানের ওয়াকার ইউনুস ও রমিজ রাজা, নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, ইংল্যান্ডের ড্যারেন গফ এবং শ্রীলঙ্কার ফারভেজ মাহরুফ। দেশি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন আতহার আলী খান।