Image description

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় দলে ডাক পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অসমাপ্ত রেখেই দেশে ফিরতে হচ্ছে পাকিস্তানের সাত ক্রিকেটারকে।

পিসিবি জানিয়েছে, আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ঘোষিত দলে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলা সাতজন ক্রিকেটার রয়েছেন। ধারণা করা হচ্ছে, বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ ছাড়বেন।

বিপিএল ছাড়ছেন যারা
জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়তে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ ও খাজা নাফে, রাজশাহী ওয়ারিয়র্সের মোহাম্মদ নেওয়াজ ও সাহিবজাদা ফারহান এবং ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান রয়েছেন।

শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।