বিদায় নিতে চলা ২০২৫ সালটি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক বিষাদময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই একটি বছরেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন ক্রিকেট বিশ্বের একঝাঁক কিংবদন্তি। বাংলাদেশ থেকে শুরু করে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—সব দেশেই বেজেছে বিদায়ের সুর। মাঠ কাঁপানো এই তারকাদের অবসরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা।
এ বছর বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় ধাক্কাটি আসে বছরের শুরুতেই। ১০ জানুয়ারি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিন ফরম্যাটে ১৫ হাজার রানের মাইলফলক ছোঁয়া তামিমের প্রস্থান ভক্তদের আবেগী করে তোলে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ।
অন্যদিকে, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম মার্চ মাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০২২ সালে টি-টোয়েন্টি ছেড়েছিলেন তিনি, এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। এ ছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন শামসুর রহমান শুভ।
২০২৫ সালে ভারতীয় ক্রিকেটেও এসেছে আমূল পরিবর্তন। মে মাসে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক বিদায় নেন বিরাট কোহলি। ১২৩ টেস্টে ৯,২৩০ রান করা এই ব্যাটিং মায়েস্ত্রো ভারতের সফলতম টেস্ট অধিনায়কও ছিলেন। প্রায় একই সময়ে নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন রোহিত শর্মা। এ ছাড়া স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন, নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা, উইকেটকিপার ঋদ্ধিমান সাহা, এবং লেগ স্পিনার অমিত মিশ্র পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। পেসার মোহিত শর্মা ও বরুণ অ্যারনও এ বছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্টিভ স্মিথ মার্চ মাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। ১৭০ ওয়ানডে ও দুটি বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে তিনি বিদায় বলেন। নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিল জানুয়ারিতে সব ফরম্যাটকে বিদায় জানান, ২০১৫ বিশ্বকাপে তাঁর অপরাজিত ২৩৭ রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাসে অমলিন হয়ে থাকবে।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নে তাঁর ১০০তম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়ে অবসর গ্রহণ করেন। আফগানিস্তানের পেসার শাপুর জাদরানও জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
একনজরে ২০২৫ সালে অবসর নেওয়া উল্লেখযোগ্য ক্রিকেটাররা:
তামিম ইকবাল (বাংলাদেশ): সব ফরম্যাট।
মাহমুদউল্লাহ (বাংলাদেশ): সব ফরম্যাট।
বিরাট কোহলি (ভারত): টেস্ট ফরম্যাট।
রোহিত শর্মা (ভারত): টেস্ট ফরম্যাট।
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া): ওয়ানডে।
মুশফিকুর রহিম (বাংলাদেশ): ওয়ানডে।
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): সব ফরম্যাট।
রবিচন্দ্রন অশ্বিন (ভারত): সব ফরম্যাট।
চেতেশ্বর পূজারা (ভারত): সব ফরম্যাট।
ক্রিকেটবিশ্ব এই কিংবদন্তিদের অভাব বোধ করবে দীর্ঘদিন। মাঠের পারফরম্যান্স আর রেকর্ডের পাতায় তাঁরা অমর হয়ে থাকবেন।




Comments