চলতি বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স মাঠের লড়াইয়েও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল। বোলারদের বিধ্বংসী বোলিংয়ের পর দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে রংপুর। সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করল লিটন-মোস্তাফিজের দল।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার অ্যাডাম রিসিংটনকে হারায় তারা। তবে অন্য ওপেনার নাঈম শেখ পাল্টা আক্রমণ চালিয়ে ২০ বলে ৩৯ রান করলেও মোস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপরই শুরু হয় চট্টগ্রামের ব্যাটিং ধস।
রংপুরের পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফ একাই ধসিয়ে দেন চট্টগ্রামের মিডল অর্ডার। মাত্র কয়েক ওভারের ব্যবধানে তিনি তুলে নেন ৫টি উইকেট। ফলে এক পর্যায়ে ৭৬ রানেই ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম। শেষ পর্যন্ত ১৭ ওভার ৫ বলে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। রংপুরের মোস্তাফিজুর রহমান নেন ২ উইকেট, আর একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা, আলিস ইসলাম ও সুফিয়ান মুকিম।
১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো সুযোগই দেয়নি রংপুরের দুই ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা লিটন ৩১ বলে খেলেন ৪৭ রানের ঝোড়ো ইনিংস। পাওয়ার প্লেতেই ৪০ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তারা।
লিটন হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। তিনি ৪৫ বলে পূরণ করেন নিজের ফিফটি। দল যখন জয়ের একদম দ্বারপ্রান্তে, তখন ৫১ রান করে ফেরেন মালান। শেষ পর্যন্ত ৩০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই অনায়াস জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১০২/১০ (১৭.৫ ওভার); নাঈম শেখ ৩৯, মির্জা বাগ ২০। ফাহিম আশরাফ ৫/১৪, মোস্তাফিজ ২/১৫।
রংপুর রাইডার্স: ১০৩/৩ (১৫ ওভার); মালান ৫১, লিটন ৪৭। শেখ মাহেদী ১/১৭।
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী।
মানবকন্ঠ/আরআই




Comments