সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সরাসরি নির্দেশের পর এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার (৩ জানুয়ারি) কেকেআর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের আগামী আসরের আগে বিসিসিআই-এর নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের পরামর্শ ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই কেকেআর-কে মুস্তাফিজের পরিবর্তে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি প্রদান করেছে।”
ভারতের সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক তীব্র হয়। ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সংগীত সোমসহ বিভিন্ন প্রভাবশালী মহল থেকে মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য কেকেআর মালিকপক্ষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়।
মজার বিষয় হলো, কিছুদিন আগেও বিসিসিআই-এর অবস্থান ছিল ভিন্ন। বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তখন জানিয়েছিলেন যে, কূটনৈতিক পরিস্থিতির প্রভাব ক্রিকেটে পড়বে না এবং বাংলাদেশ কোনো শত্রু দেশ নয়। সে সময় বলা হয়েছিল, সরকার থেকে কোনো নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত মুস্তাফিজের খেলায় কোনো বাধা নেই। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে বিসিসিআই তাদের অবস্থান পরিবর্তন করে এবং কেকেআর-কে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
উল্লেখ্য, এবারের মেগা নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে থাকা এই পেসারকে হারিয়ে এখন কেকেআর-কে নতুন কোনো বিদেশি পেসারের সন্ধান করতে হবে। অন্যদিকে, এই সিদ্ধান্তের ফলে ২০২৬ আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়ল।
মানবকন্ঠ/আরআই




Comments