Image description

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ দলের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো পরাশক্তিরা আগেই দল ঘোষণা করলেও, আজ রোববার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন ওপেনার লিটন দাস। তবে ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হচ্ছে নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের বাদ পড়া। সাম্প্রতিক ফর্ম ও দলের কম্বিনেশন বিবেচনায় তাদের ছাড়াই বিশ্বকাপের রণপরিকল্পনা সাজিয়েছেন নির্বাচকরা। স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

মানবকন্ঠ/আরআই