Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এই বিসিবি কর্মকর্তা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর সিটি ক্লাবে একটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ভারত বিশ্বকাপ এবং বিসিবির বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। সেখানে তিনি মন্তব্য করেন, "আমাদের আয়ের সিংহভাগ (প্রায় ৯০-৯৯ শতাংশ) আইসিসি থেকে আসে। তাই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বা না খেলার মতো স্পর্শকাতর বিষয়ে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে সবকিছু চিন্তা করে আগানো উচিত।"

তামিম আরও পরামর্শ দেন যে, বোর্ডের বিভিন্ন পরিচালক আলাদাভাবে মন্তব্য না করে যেন অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এবং তা জনসম্মুখে আনে।

তামিমের এই বক্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন, "এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।" যদিও কিছুক্ষণ পর তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন, তবে তার আগেই সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একজন বোর্ড পরিচালকের পক্ষ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রিকেট অনুরাগী।

উল্লেখ্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই ইস্যুতেই বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে পাল্টাপাল্টি মত দেখা যাচ্ছে। তবে বিসিবির একজন দায়িত্বশীল পদের ব্যক্তির কাছ থেকে তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারের প্রতি এমন আক্রমণাত্মক শব্দ ব্যবহার দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য নেতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন পর্যন্ত এই বিষয়ে তামিম ইকবাল বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/আরআই