Image description

দেশসেরা ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য থামছেই না। তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এবার তিনি অভিযোগ করেছেন, তামিম দেশের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে ‘ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন’।

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে বিসিবি। এই বিষয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক অনুষ্ঠানে বলেছিলেন, বিসিবির আয়ের একটি বড় অংশ (প্রায় ৯০-৯৯ শতাংশ) আসে আইসিসি থেকে, তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে দেখা উচিত।

তামিমের এই বাস্তবসম্মত মন্তব্যের পরই ক্ষুব্ধ হন পরিচালক নাজমুল ইসলাম। তিনি ফেসবুকে লেখেন, যেখানে দেশের ক্রীড়া ও পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে ম্যাচ সরানোর পক্ষে, সেখানে তামিম জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কথা বলছেন। যদিও তিনি একে ‘ব্যক্তিগত অভিমত’ বলে দাবি করেছেন।

এর আগে নাজমুল ইসলাম তামিমকে সরাসরি ‘ভারতীয় দালাল’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই মন্তব্যের প্রতিবাদে বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ ক্রীড়ামোদীরা সমালোচনার ঝড় তোলেন। তোপের মুখে তিনি সেই পোস্টটি মুছে ফেললেও নতুন করে আবারও তামিমকে আক্রমণ করে স্ট্যাটাস দেওয়ায় ক্রিকেটাঙ্গনে অসন্তোষ আরও বেড়েছে।

বোর্ডের একজন দায়িত্বশীল পদে থেকে জাতীয় দলের একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন ক্রিকেট সমর্থকরা।

মানবকণ্ঠ/আরআই