Image description

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক রুদ্ধশ্বাস ম্যাচে ওমর মারমুশ ও মোহাম্মদ সালাহর পারফরম্যান্সে ভর করে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনাল নিশ্চিত করেছে মিশর।

শনিবার (১০ জানুয়ারি) রাতে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারায় সাতবারের শিরোপাজয়ীরা।

চতুর্থ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ওমর মারমুশ। এরপর ম্যাচে আর পিছিয়ে পড়তে হয়নি ফারাওদের।

৩২ মিনিটে সালাহর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া। ৪০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান আহমেদ ফাতুহ।

দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিট পর আবার দুই গোলের লিড পায় মিশর। ইমাম আশুরের বাড়ানো বলে ঠাণ্ডা মাথায় গোল করেন সালাহ। চলতি টুর্নামেন্টে এটি ছিল তাঁর চতুর্থ গোল। সব মিলিয়ে আফকনে লিভারপুল তারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।

৭৩ মিনিটে বক্সে জটলা থেকে গ্যুয়েলা দুয়ের গোলে ব্যবধান কমায় আইভরি কোস্ট। শেষ দিকে চাপ বাড়ালেও সমতা ফেরাতে পারেনি তারা। 

সেমিফাইনালে বুধবার রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে মিশর। ২০২১ সালের আফকন ফাইনালে টাইব্রেকারে সেনেগালের কাছেই হেরেছিল তারা।