Image description

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে সৃষ্ট জটিলতা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তা শঙ্কা ও ‘মুস্তাফিজ ইস্যু’তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় এবার বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পেছনে রাজনৈতিক ও ধর্মীয় চাপের অভিযোগ ওঠার পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে ই-মেইল করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ‘জিও সুপার’-এর তথ্যমতে, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। তারা আইসিসিকে জানিয়েছে যে, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে পাকিস্তান তাদের সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরছে।

নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে বিসিবির অনড় অবস্থানের কারণে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরিস্থিতি মোকাবিলায় আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহের জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। এর মধ্যেই পিসিবির এই নতুন প্রস্তাব সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই ভেন্যুগুলো এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আইসিসি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।

মানবকণ্ঠ/আরআই