Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে তৌহিদ হৃদয়ের এক অনবদ্য লড়াই বৃথা গেল মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং তান্ডবে। রোববার রংপুর রাইডার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স।

১৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৫৯ বলে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন, যাতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। তাঁর সঙ্গে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত মাত্র ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের পথ সুগম করেন। এই বাঁহাতি ব্যাটারের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।

ওয়াসিম ও শান্তর ৮২ রানের জুটিতে ম্যাচটি পুরোপুরি রাজশাহীর নিয়ন্ত্রণে চলে আসে। শেষ দিকে রায়ান বার্লকে নিয়ে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করেন ওয়াসিম। রংপুরের বোলারদের মধ্যে আকিফ জাভেদ ৪৩ রানে ২ উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর ৪ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ওপেনিংয়ে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮টি চার ও ৬টি ছক্কায় ৫৭ বলে ৯৭* রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন খুশদিল শাহ। তবে বোলারদের ব্যর্থতায় হৃদয়ের এই অসাধারণ ইনিংসটি জয়ের মুখ দেখেনি।

এই জয়ের পর ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে রংপুর রাইডার্স।

মানবকণ্ঠ/আরআই