যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকোতে। তার আগেই আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি এসে পৌঁছেছে ঢাকায়।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিশ্বকাপ ট্রফিটি। এটি চতুর্থবারের মতো বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিশ্বকাপ আয়োজনের আগে নিয়মিতভাবেই ফিফা বিশ্বভ্রমণে বের করে ট্রফিটি। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণে তৈরি এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। এর আগে ট্রফিটি বাংলাদেশে আসে ২০০২ ও ২০১৩ সালে।
বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লুতে প্রদর্শিত হবে বিশ্বকাপ ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ভাগ্যবান দর্শনার্থীরাই ট্রফিটি সামনে থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কোকাকোলা আয়োজন করে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্রোমো ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনের বিজয়ীরাই কেবল ট্রফি দেখার সুযোগ পাবেন। এজন্য দর্শনার্থীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি, সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। যাচাইয়ের জন্য কোকাকোলার ক্যাপ সঙ্গে রাখাও বাধ্যতামূলক।
আয়োজকদের পক্ষ থেকে কিছু কঠোর নিয়মও জানানো হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না। এছাড়া ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী এবং কোনো দেশ বা ফুটবল দলের পতাকা সঙ্গে আনা নিষেধ।
মানবকণ্ঠ/আরআই




Comments