Image description

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান সংক্রান্ত ইস্যুতে মুখ খুলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের খেলতে না পারাকে চরম দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

সাকিব বলেন, “অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে এটা খুবই হতাশাজনক। এত বড় নিলামের পরও খেলতে না পারা দুঃখজনক। ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি আরও ‘স্মার্টলি’ সামলাতে পারত।”

তিনি আরও জানান, বর্তমানে মুস্তাফিজের এই পরিস্থিতিতে বিসিবি বা আইসিসির পক্ষ থেকে কিছু করার নেই। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিজস্ব নিয়মে চলে এবং সেই দেশের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। সাকিব বলেন, “যে দেশে টুর্নামেন্ট হয়, ওই দেশের নিয়মই চলে। বিপিএলেও চুক্তির সময় একই নিয়ম থাকে। সে জায়গায় মুস্তাফিজের কিছু করার ছিল না, এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।”

এই মন্তব্যের মাধ্যমে সাকিব পরিস্থিতি নিয়ে খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে হতাশা প্রকাশ করেছেন এবং বিষয়টিকে নিয়ন্ত্রণ ও নীতি সংক্রান্ত প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন।

সূত্র: বিডিক্রিকটাইম

মানবকণ্ঠ/আরআই