Image description

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় পড়েছেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত দুই স্পিনার রেহান আহমেদ ও আদিল রশিদ। এখনো ভারতের ভিসা না পাওয়ায় তারা মাঠের বাইরে রয়েছেন।

বিষয়টি দ্রুত সমাধানের জন্য ভারত সরকার, বিসিসিআই ও আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভিসা না পাওয়ায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরে (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি) এই দুই ক্রিকেটার খেলতে পারছেন না। অথচ এই সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছিল।

ভারতে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পেতে বিলম্ব হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ইংল্যান্ডের টেস্ট স্পিনার শোয়েব বশির ভারতের বিপক্ষে সফরে একই সমস্যায় পড়েছিলেন এবং হায়দরাবাদে প্রথম টেস্ট খেলতে পারেননি। একই ধরনের ভ্রমণ জটিলতায় পড়েছিলেন সাদা বলের পেসার সাকিব মাহমুদ-ও।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা দেওয়ার বিষয়ে ভারত সরকারের কোনো নীতিগত আপত্তি নেই। ইসিবি আশাবাদী, সময়মতো ভিসা মিললে বিশ্বকাপে দুজনকেই পাওয়া যাবে।

ইংল্যান্ড আগামী ২২ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ খেলবে। এরপর ৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

মানবকণ্ঠ/আরআই