Image description

ম্যানচেস্টার ডার্বিতে সিটির পরাজয়ে পয়েন্ট ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। তবে নটিংহাম ফরেস্টের মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আর্তেতার শিষ্যরা। গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে লিগ টেবিলের শীর্ষস্থানধারীদের।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে নটিংহামের মুখোমুখি হয় গানাররা। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল তারা। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে দাপট দেখালেও ফিনিশিংয়ের অভাবে হতাশ হতে হয়েছে আর্সেনালকে। গানাররা ১৫ বার গোলের চেষ্টা করলেও মাত্র তিনটি শট ছিল লক্ষ্যে, যার একটিও স্বাগতিকদের রক্ষণভাগ ভাঙতে পারেনি। অন্যদিকে, নটিংহাম ফরেস্ট ৬টি শট নিলেও আর্সেনাল গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

এই ড্রয়ের পর ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে ব্যবধান বাড়ানোর সুযোগ হারানোয় শিরোপার দৌড়ে থাকা অন্য দলগুলো আবারও কাছে আসার সুযোগ পেল।

বর্তমানে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। এছাড়া বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং তার এক পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।