এক ম্যাচে দুই সেঞ্চুরির বিরল দৃশ্যের সাক্ষী হলো বিপিএল। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল তাওহিদ হৃদয়ের বিধ্বংসী শতকে। ৮ উইকেটের বড় জয়ে নোয়াখালীকে হারিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স।
রোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুতই রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) আউট হয়ে গেলে চাপ পড়ে দলটির ওপর। এরপর অধিনায়ক হায়দার আলির সঙ্গে জুটি গড়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন হাসান ইসাখিল।
দুর্দান্ত মারমুখী ব্যাটিংয়ে ৭০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ইসাখিল। বিপিএল ইতিহাসে এটি কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এবং এবারের আসরের দ্বিতীয় শতক। এর আগে সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। হায়দার আলিও ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। দুজন মিলে ৭৮ রানের জুটি গড়েন। মালান ১৭ বলে ১৫ রান করে ফিরলেও একপ্রান্তে ঝড় তোলেন হৃদয়। পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে তিনি রানের গতি আরও বাড়ান।
১৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তাওহিদ হৃদয়। আউট হওয়ার আগে ৬৩ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষদিকে লিটন দাস ও খুশদীল শাহ অনায়াসেই জয়ের কাজ শেষ করেন। লিটন ৩৫ বলে ৩৯ এবং খুশদীল ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন।
মানবকণ্ঠ/আরআই




Comments