Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশ—এই ইস্যুতে যখন সমাধান খুঁজতে ঢাকায় অবস্থান করছে আইসিসির প্রতিনিধি দল, ঠিক তখনই বড় ঘোষণা দিল পাকিস্তান। বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১৮ জানুয়ারি) জিও নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, বিসিবি যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে চায় না, তা পাকিস্তানের কাছে বৈধ ও যুক্তিসংগত বলে মনে হচ্ছে। আইসিসি যদি এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে পাকিস্তান নিজেদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও প্রস্তুত। একই সঙ্গে ইসলামাবাদ চায় না, ভারত কোনোভাবে বাংলাদেশকে চাপ দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করুক।

পিসিবির বক্তব্য অনুযায়ী,

“ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ। এই বিষয়ে কাউকে জোর করা যায় না। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে আমরা আমাদের অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবব।”

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে—বিশ্বকাপে তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তবে এখনো আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

বরং বাংলাদেশকে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে আইসিসির চাপ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার এ বিষয়ে আলোচনা করতে আইসিসির প্রতিনিধি দল ঢাকায় এলেও বিসিবি কর্তাদের অবস্থানে এখনো পরিবর্তন আসেনি।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তানের সমর্থন চেয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মানবকণ্ঠ/আরআই