টানা কয়েক সপ্তাহের অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। এমন পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা এখন অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার মধ্যে বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে।
এর আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থানে ছিল বিসিবি। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। ফলে আজকের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।
ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা।
বৈঠকে কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বর্তমান বাস্তবতা কী, সে বিষয়গুলো ক্রিকেটারদের সামনে তুলে ধরবেন আসিফ নজরুল। পাশাপাশি খেলোয়াড়দের মতামতও শোনার কথা রয়েছে তার।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও ভাবনাগুলো জানতে চাইবেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হবে বৈঠকে।
আইসিসি যে একদিন সময় বেঁধে দিয়েছে, এই বৈঠকের পরই সেই সময়সীমার মধ্যে বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।




Comments