Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে রাজশাহী রয়্যালসকে শক্ত ভিত্তি এনে দিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর ব্যাটে ভর করেই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে রাজশাহী। শিরোপা জিততে হলে চট্টগ্রাম রয়্যালসকে করতে হবে ১৭৫ রান।

এই সেঞ্চুরির মাধ্যমে তানজিদ বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন। চলতি আসরে এটি তাঁর চতুর্থ শতক। পাশাপাশি বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসেবে নাম লেখালেন তিনি এর আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে রাজশাহী। তানজিদ ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।

এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে তানজিদ গড়েন আরও ৪৭ রানের জুটি। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ থামেননি। ফিফটির পর সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন তানজিদ, যেখানে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের পক্ষে বোলিংয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুজনই দুটি করে উইকেট শিকার করেন।

মানবকণ্ঠ/আরআই