নিরাপত্তা ও ক্রিকেটীয় রাজনীতির টানাপোড়েনের মাঝেই এবার ভারতে বড় আঘাত হেনেছে স্বাস্থ্যঝুঁকি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই দেশটিতে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই মেগা ইভেন্ট শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের কলকাতায় ইতোমধ্যে পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন নার্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাদুড়বাহিত এই ভাইরাসের উচ্চ মৃত্যুহার বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
চলমান এই টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। নিরাপত্তার অযুহাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছিল। পরবর্তীতে বিসিবির ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি আমলে না নেওয়ায় গত সপ্তাহে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল আসরে অন্তর্ভুক্ত করা হয়।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই ও বিসিবির মধ্যকার সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তা এই স্বাস্থ্যঝুঁকির খবরে আরও জটিল রূপ নিয়েছে।
এদিকে বাংলাদেশের প্রতি আইসিসির আচরণে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নিপাহ ভাইরাসের ঝুঁকি বিবেচনায় নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments