কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় রাজ দরবারের কেরানি ও কর্মচারীদের বসবাসের জন্য ১৬৮৯ সালে একটি প্রাসাদ নির্মাণ করেন বাংলার সুবেদার ইব্রাহিম খান। নবাব ঈসা খাঁর আমল থেকে সিরাজউদ্দৌলার আমল পর্যন্ত এ অঞ্চলের ৪০০ বছরের ইতিহাসের অনেক সাক্ষী বহন করছে এই জিনজিরা প্রসাদ। দেশ স্বাধীন হওয়ার পর নবাবদের এ প্রসাদের জমি দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা বহুতল ভবন তৈরি করেছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই প্রাসাদের কয়েকটি কক্ষ এখনো অক্ষত রয়েছে।