বঙ্গোপসাগরে শুরু হয়েছে নতুন এক দাবার চাল! চীন ও পাকিস্তানকে রুখতে, নাকি বাংলাদেশকে চাপে রাখতে—কেন এই মরিয়া চেষ্টা দিল্লির? হলদিয়ার নতুন নৌঘাঁটি কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক সমীকরণ?

বঙ্গোপসাগরে নিজেদের কৌশলগত অবস্থান আরও সুসংহত করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। নয়া দিল্লির দাবি, এই পদক্ষেপ কেবল সামরিক শক্তি বৃদ্ধিই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক নজরদারি জোরালো করা এবং মানবিক সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।