অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি সরবরাহ আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। দেশজুড়ে এলপিজির সমস্যা সমাধানে কাজ চলছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। কমিশন রিপোর্ট জমা দেয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি ক্যামেরা কেনার বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। তারা সেখান থেকেই খরচ করবে।
এছাড়া এডিবির অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি। রি কাজে সহযোগিতা করবে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা। মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরণের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।




Comments