অ্যাটর্নি জেনারেল
অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য সংসদের অনুমোদন প্রয়োজন নেই
বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের কোনো অনুমোদনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠন বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখে আদেশ দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণ–অভুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকারকে নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নিয়েছেন। এর সাথে গণ–অভ্যুত্থানের বৈধ–অবৈধতার কিছু নেই। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, বিজয়ী জনতা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই গঠন হবে এই সরকার। বিপ্লবী সরকার সেকারণে প্রশ্নের মুখে পড়বে না।’
অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত দেন। রাষ্ট্রপতি মতামত নিতে পাঠালে সেটি করেন তৎকালীন আপিল বিভাগ। সেটা কোনো শুনানি বা জাজমেন্ট নয়।’




Comments