Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার চিঠি পাওয়ার কথা অবশেষে স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই অনুরোধটি পেয়েছেন এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করছেন।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমরা বাংলাদেশের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই নতুন অনুরোধটি এসেছে। বর্তমানে এটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এর আগেও গত বছরের (২০২৪) ডিসেম্বরে তাকে ফেরাতে চিঠি দিয়েছিল ঢাকা। তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করল দিল্লি।

ব্রিফিংয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে মুখপাত্র আরও বলেন, “আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনকারীদের হত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করে অন্তর্বর্তী সরকার।