Image description

পাকিস্তানি বাহিনীর গত দুই দিনের হামলায় অন্তত ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, বেলুচিস্তানের চামান সীমান্তে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সূত্রটি জানায়, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার মধ্যরাতে। অভিযোগ করা হয়েছে, সীমান্তের চামান সেক্টরে আফগান সেনারা প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার করা হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে।

প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান সেনারা যাতে পাল্টা আক্রমণ করতে না পারে, সেজন্য পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী রকেট লঞ্চার ও কামানের মতো ভারী অস্ত্র ব্যবহার করে। এই হামলায় আফগান তালেবানদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

সূত্রটি বলে, ‘সাধারণ আফগান নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম (নির্ভুল) অস্ত্র ব্যবহার করা হয়েছে।’

তবে সূত্রগুলোর দাবি, প্রথম দফায় হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় সরে যায় এবং সেখান থেকে পুনরায় গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তানি বাহিনী ওই জনবহুল এলাকা লক্ষ্য করেও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়।