Image description

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শানটুতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও বার্তা সংস্থা রয়র্টাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চারতলাবিশিষ্ট ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের কারণ তদন্তের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তারা তদন্ত শুরু করেছে।