Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর ঢাকা-১৮ আসনে প্রার্থী হচ্ছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

আখতার বলেন, আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর-৪ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং ঢাকা-১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম। 

এর মধ্যে ঢাকা-৯ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। ঢাকা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ। এ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার বিএনপির এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার ‘নীতির’ কারণে আফরোজা আব্বাস বাদ পড়েন। 

একইভাবে ঢাকা-১৮ আসনে বিএনপির পক্ষ থেকে লড়বেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।