রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিছিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, খবর পেয়ে গত রাতে আরামবাগ করিম ভিলা, ৯৮/১ নম্বর বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝির সিঁড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার দুই হাত, পিঠ ও পাসহ সমস্ত শরীরেই অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি চুরি করার জন্য ওই ওই বাড়িতে ঢুকে ছিল। ৬ষ্ঠ তলায় একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে ধরে মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।




Comments