Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করা হয়। 

ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জের দুটি আসনেও মনোনীত প্রার্থীদের নাম রয়েছে। মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। অন্যদিকে মুন্সীগঞ্জ–২ (টংগিবাড়ী–লৌহজং) আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম। 

স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান দলীয় সংশ্লিষ্টরা। এর আগে শাপলা কৃড়ি প্রতিক নিয়ে লৌহজং ও টংগিবাড়ীতে গন সংযোগ করেছেন এই আসনের প্রার্থী মাজেদুল ইসলাম। 

এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, এবার মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারভিত্তিক রাজনীতির প্রচলিত ধারা থেকে বের হয়ে “রাষ্ট্র সংস্কারধর্মী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের” অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের তালিকায় তরুণদের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বলে দাবি তাদের।

গত ৬ নভেম্বর দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। প্রয়োজনে সময় বাড়িয়ে তা ২০ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়। নির্ধারিত সময়ে মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন, যা এনসিপির ইতিহাসে অন্যতম বেশি বলে উল্লেখ করেন নেতারা। তাদের ভাষায়, “মনোনয়নপ্রত্যাশীদের এই সাড়া দলটির প্রতি জনআস্থার নতুন বার্তা বহন করে।”

পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানায়, ঘোষিত ১২৫ আসনের পাশাপাশি বাকি আসনগুলোর মনোনয়নও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্বকে সামনে রেখে ইস্যুভিত্তিক রাজনীতিকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোই এবারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তারা।