আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে অংশ নেন। ইসি সচিব জানান, বৈঠকে ভোটার তালিকার হালনাগাদ তথ্য, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই ‘গণভোট’ আয়োজনের পরিকল্পনার বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এছাড়া, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে ফিরে গেছেন। সেখানে সিইসির সভাপতিত্বে কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করতে আজ বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের কলাকুশলীদের নির্বাচন ভবনে ডাকা হয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, যেদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং সিইসির ভাষণ রেকর্ড করা হয়, সেদিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ফলে আজই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




Comments