স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি নির্বাচন করবো। কোত্থেকে করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন। আজ বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ মাহমুদ।
কানাঘুষো চলছিল, আজকের সংবাদ সম্মেলনেই নিজের পদত্যাগের ঘোষণা দেবেন আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, আমার পদত্যাগের বিষয় ধোঁয়াশা রাখছি না, আসলেই এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।
আসিফ মাহমুদ বলেন, আমি আগে থেকেই বলেছি নির্বাচন করলে তফসিলের আগেই পদত্যাগ করবো। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না, সেই এখতিয়ার আমার নেই। এটা প্রধান উপদেষ্টার উইল থেকে জানানো হবে।
তিনি আরও বলেন, আর কোনো উপদেষ্টা পদত্যাগ করবেন কি-না, তা দুই-একদিনের মধ্যেই পরিষ্কার করা হবে।




Comments