নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ২০ নং কেয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবেল, রাজিব, মোবারক ও মনির মাস্টারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনে মনোযোগী হওয়া, সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে বেড়ে ওঠা এবং প্রযুক্তিমুখী পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে চলার পরামর্শ দেন।
শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বিদায় মুহূর্ত তৈরি করে।




Comments