Image description

দুর্নীতি রোধে মেগা প্রজেক্টের বদলে শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো, জনবল তৈরির পেছনে। আমরা কোনো মেগা প্রজেক্টে যাবো না, কারণ এতে দুর্নীতি হয়।”

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। লাখ লাখ নেতাকর্মী নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছেন। বিএনপি দেশে মানবাধিকার লঙ্ঘনের এমন পুনরাবৃত্তি আর দেখতে চায় না। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে অন্য দল ও ব্যক্তির রাজনৈতিক আদর্শ উপস্থাপনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে, তার রূপরেখা দিয়ে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করে অর্থনীতির শক্তিশালী ভিত তৈরি করা হবে।”

স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশই নিয়োগ পাবেন নারীরা। এছাড়া শিক্ষার উন্নয়নে বিএনপি সরকারের অতীতের গৃহীত উদ্যোগের সুফল বর্তমানে বাংলাদেশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।