ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার ও মোবাইল ফোন আমদানিতে সিন্ডিকেট প্রথা বাতিলের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কয়েকশ মোবাইল ফোন ব্যবসায়ী সড়কটি দখলে নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।
ব্যবসায়ীদের মূল দাবিগুলো হলো—এনইআইআর পদ্ধতির সংস্কার, মোবাইল ফোনের একচেটিয়া সিন্ডিকেট ব্যবসার বিলোপ এবং উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শুরুর পরপরই ব্যবসায়ীরা সড়কে কাঠ ও বাঁশ জড়ো করে আগুন ধরিয়ে দেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ঘটনাস্থলে যানবাহন ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
সড়ক অবরোধের ফলে অফিস ফেরত মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ডিএমপির তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, ব্যবসায়ীদের অবরোধের কারণে সার্ক ফোয়ারা মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।




Comments