শরীয়তপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে বলে অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। খবরটি বিভ্রান্তিকর ও ধুম্রজাল বলে জানিয়েছে পুলিশ।
সরেজমিনে পুলিশ তদন্তে নেমেছেন বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে মো. শাহ আলম বলেন, অভিযোগকারী বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে বিষয়টিকে নিয়ে একটি ধুম্রজাল তৈরি করেছে। এখনো তিনি বা পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে। বর্তমানে সে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছে।
ওসি বলেন, তিনি সাংবাদিকদের বলেছিল গতকাল সন্ধ্যার পর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে শরীয়তপুর বনবিভাগের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। পরে আজ আরেক ভিডিওতে বক্তব্য পরিবর্তন করে। ফলে তদন্তাধীন বিষয়টি নিয়ে জনমনে এখন ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, শরীয়তপুর সরকারি কলেজ সূত্র জানিয়েছে, তিনি শিক্ষার্থীও নয় এবং গতকাল কোন পরীক্ষাও ছিল না।




Comments