Image description

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে, তাকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। অতীতের মতো আগামী নির্বাচন বিতর্কিত হলে পরবর্তী সংসদ ও সরকারও বিতর্কিত হবে। দেশ-বিদেশে সরকারের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে সাইফুল হক এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য উত্থাপন করেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী। উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন, যুবরান আলী জুয়েল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনভাবেই সহিংসতা আর জবরদখলের পর্যায়ে নিয়ে না যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, এ নির্বাচন নিয়ে জনমনে ততই সংশয়, উদ্বেগ ও আশংকা বেড়ে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও সভা-সমাবেশ ঘিরে সহিংসতা ঘটে চলেছে। এটা আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতিরই প্রমাণ।
 
তিনি বলেন, একেকজন প্রার্থী হাজার হাজার বিলবোর্ড, ফেস্টুন, নানা রংয়ের পোস্টার সাটিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন। নানা লোভ ও প্রলোভন দেখিয়ে, অগ্রীম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে চলেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বপূর্ণ বাধা কালো টাকার খেলা। মনোনয়নপত্রের জামানত কুড়ি হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয় পঁচিশ লাখ থেকে বাড়ানো হয়েছে। এতে আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। 

তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় সংসদও কালো টাকার মালিক, ব্যবসায়ী আর রাজনৈতিক-অর্থনৈতিক মাফিয়াদের ক্লাবে পরিণত হবে। এটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি ও রাজনৈতিক দলসমূহের বিরাট পরাজয়। নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাস্তানি, জবরদস্তি ও জবর দখল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান সাইফুল হক। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।