কক্সবাজারে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে পাকিস্তান। ফলে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ম্যাচটি এখন ‘অঘোষিত ফাইনালে’ রূপ নিয়েছে।
বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য পাকিস্তানকে ১২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বাংলাদেশ। আগের তিন ম্যাচের কোনোটিতেই দলীয় স্কোর ১০০ স্পর্শ না করলেও, আজ অচেনা জান্নাতের ৩৫, মায়মুনা নেহারের অপরাজিত ২৪ এবং সুমাইয়া আক্তারের ২০ রানের ওপর ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। পাকিস্তানের পক্ষে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের জারিন তাসনিমের তোপে ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। জারিন একাই তুলে নেন ৩ উইকেট। তবে পঞ্চম উইকেটে ফিজ্জা ফিয়াজ ও অধিনায়ক ইমান নাসের প্রতিরোধ গড়ে তোলেন। তাদের অবিচ্ছেদ্য ৬৯ রানের জুটিতে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচজয়ী ইনিংসে ফিজ্জা ফিয়াজ মাত্র ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন। অন্যদিকে অধিনায়ক ইমান নাসের ৪ বাউন্ডারিতে ৪২ রানে অপরাজিত থাকেন। আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।




Comments