Image description

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে ভাটি যাওয়ার পথে স্টিল বডির নৌকার ইঞ্জিনে জড়িয়ে মোঃ হানিফ মিয়া নামের এক নৌচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার ভোর আনুমানিক ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নৌযানের ইঞ্জিন মাঝপথে নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় চালু করার সময় ইঞ্জিনের পেছন দিক দিয়ে হঠাৎ করে পানি উঠতে থাকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হানিফ মিয়া নৌকার পেছনের অংশে হাত দিতেই, তাঁর জামা ইঞ্জিনে আটকে যায়। মুহূর্তেই তিনি ইঞ্জিনের সঙ্গে বডিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে খালিয়াজুরী উপজেলা লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি রায় চৌধুরী ও এএস আই হরিপদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।