Image description

ইন্দোনেশিয়ার একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির কেন্দ্রীয় জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগিয়াকার্তার দিকে যাচ্ছিল। মহাসড়কের একটি ইন্টারচেঞ্জ বা মোড় অতিক্রম করার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের অবকাঠামোতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বুদিওনো আরও জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মোট ৩৪ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে ১৫ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেককে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুমড়েমুচড়ে যাওয়া বাসটি থেকে উদ্ধারকারীরা হতাহতদের বের করে আনছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা অত্যন্ত সাধারণ বিষয়। সেখানে নিয়মিতভাবে ট্রাফিক আইন লঙ্ঘন এবং পুরনো যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে ২০২৪ সালে ঈদুল ফিতরের সময় এক ভয়াবহ সড়ক সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৯ সালে পশ্চিম সুমাত্রা দ্বীপে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছিল।