Image description

ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি আগত সেবা প্রার্থীদের সাথে কথা বলেন। যাদের বেশিরভাগ চিকিৎসার জন্য ভারতে যেতে মেডিকেল ভিসার আবেদন করেছেন।

হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশে অবস্থিত এর স্থাপনাগুলো নিয়ে গুরুতর হুমকির কারণে ঢাকা ও চট্টগ্রামে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়। ঢাকায় বন্ধ থাকার দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল তাদের বিকল্প সময় দেওয়া হয়।

এতে বলা হয়, ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর অবস্থার চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করছেন। এই মানবিক চাহিদার কথা মাথায় রেখে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি সত্ত্বেও, হাইকমিশন ঢাকা, খুলনা, সিলেট এবং রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলো পরিচালনা করে চলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮-১৯ ডিসেম্বর রাতে জনতার হামলার পর চট্টগ্রামের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সময় পাথর ছোড়া এবং প্রবেশপথ ভাঙার হুমকিতে কর্মকর্তাদের জন্য গুরুতর নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

এতে বলা হয়, হাইকমিশনারের ভিসা সেন্টার পরিদর্শনের সময় কর্মকর্তারা বিপুল পরিমাণে জাল নথি জমা দেওয়ার সমস্যা এবং ভিসা সার্ভার হ্যাক করার চেষ্টা করে ও কৃত্রিম ট্র্যাফিক তৈরি করে সাধারণ ভিসা আবেদনকারীদের আসল স্লট থেকে বঞ্চিতের অভিযোগ তোলেন। একই সঙ্গে ভিসা নিয়ে দালালদের দৈরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন কর্মকর্তারা।

হাইকমিশনার বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরার আশ্বাস দেন।