Image description

কুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি ট্রলির ধাক্কায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে হরিপুর সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। ঘাতক ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।