Image description

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে পোস্টাল ভোটারের সংখ্যা প্রায় অর্ধলাখে পৌঁছেছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ৪৭ হাজার ৩৪৭ জন ভোটার।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৮৬ জন এবং নারী ২ হাজার ৫৬০ জন। এদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭৬৯ জন ভোটারের আবেদন অনুমোদন পেয়েছে। তবে এখনও ৮ হাজার ৫৭৮ জন ভোটারের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে বাকি আবেদনগুলোও দ্রুত অনুমোদন দেওয়া হবে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে সবচেয়ে বেশি পোস্টাল ভোটার আছে। এই আসনে মোট পোস্টাল ভোটার ৮ হাজার ৮০ জন, যার মধ্যে পুরুষ ৭ হাজার ৯৩৬ এবং মহিলা ১৪৪ জন। এরপরে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ হাজার ৯০ জন ভোটার এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখারী) আসনে ৩ হাজার ২১৫ জন ভোটার রয়েছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ হাজার ২৬২ ভোটার, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর অংশ) ৩ হাজার ৫০৩ এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ২ হাজার ৯৬৬ ভোটার নিবন্ধিত।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ২ হাজার ৬৯৯ এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ হাজার ৬৮৪ ভোটারের নিবন্ধন হয়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ২ হাজার ৩৫৬ ভোটার, চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর) আসনে ২ হাজার ৭০৫ এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ২ হাজার ৭৬ ভোটার নিবন্ধিত।

সবচেয়ে কম ভোটার রয়েছে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে, যেখানে ১ হাজার ২৬৭ জন ভোটার নিবন্ধিত। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ হাজার ৪০৪, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ১ হাজার ৭৬৫ এবং চট্টগ্রাম-১১ (বন্দর) ১ হাজার ৯১৪ ভোটার আছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ২ হাজার ৬৪৮ ভোটার।