Image description

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ উপকূলে লোহিত সাগরে নৌকা বিকল হয়ে বিপদে পড়া দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটের গভীর সমুদ্রে দুই বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। খবর পেয়ে বর্ডার গার্ডের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করে।

এই ঘটনার পর সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড সকল সমুদ্রযাত্রীকে নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে গভীর সমুদ্রে যাত্রার আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না এবং কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে সহায়তার জন্য মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।