Image description

বয়সের কোটা ৩৭ ছুঁইছুঁই, কিন্তু মাঠে তার ধার কমেনি বিন্দুমাত্র। দীর্ঘ ১০ বছর পর আবারও আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতলেন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। এর মাধ্যমে যেন নিজেকে নতুন করে প্রমাণ করলেন এই কিংবদন্তি উইঙ্গার।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘২০২৫ সালের সেরা ফুটবলার’ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পান তিনি। এই লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অন্যতম দুই তারকা লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।

ডি মারিয়ার ক্যারিয়ারে এটি দ্বিতীয় ‘আর্জেন্টাইন প্লেয়ার অফ দ্য ইয়ার’ খেতাব। এর আগে ২০১৪ সালে যখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছিলেন, তখন প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন। গত বছর (২০২৪) এই সম্মাননা ঝুলিতে পুরেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে এই পুরস্কার জয়ের ক্ষেত্রে রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে; তিনি সাতবার টানা জয়সহ মোট ১৬ বার এই খেতাব জিতেছেন।

চলতি মৌসুমে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে অনন্য ছন্দে ছিলেন ডি মারিয়া। ক্লাবটির হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মূলত ক্লাব ফুটবলে এমন নজরকাড়া পারফরম্যান্সই তাকে এক দশক পর আবারও দেশের সেরা ফুটবলারের আসনে বসিয়েছে।