সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল কয়েকদিন ধরেই নিজের ফেসবুক পেজে গণমাধ্যমে হামলার পক্ষে নানা যুক্তি উপস্থাপন করে আসছিলেন বিক্রমপুরী।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে তাকে ধরা হয় বলে জানানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেপ্তারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পরে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি তিনি ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে পোস্ট করেন। আরেক পোস্টে তিনি বলেছেন, 'বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।'




Comments